জলের গান ঃ LYRICS
সূয়া যাও যাওরে যাওরে তেপান্তর।
সূয়া যাও যাওরে যাওরে তেপান্তর।
মাটির ঘরে বসত পাখির মাটিতে ঘর তোলে—
মাটির ঘরে বসত পাখির মাটিতে ঘর তোলে—
মাটির ঘরে বসত পাখির মাটিতে ঘর তোলে—
ধরতে গেলে সূয়া পাখি শূণ্যে উড়াল মারে।
সূয়া যাও যাওরে, যাওরে তেপান্তর।।
বনে বনে ওড়ে পাখি, মনে পড়ে ছায়া।
ধরতে গেলে সূয়া পাখি শূণ্যে উড়াল মারে।
সূয়া যাও যাওরে, যাওরে তেপান্তর।।
বনে বনে ওড়ে পাখি, মনে পড়ে ছায়া।
বনে বনে ওড়ে পাখি, মনে পড়ে ছায়া।
কোনবা দেশে, কোনবা বেশে পড়ে রবে কায়া।।
সূয়া যায়, সূয়া যায়, সূয়া যাও যাওরে, যাওরে তেপান্তর।।
কালো রঙের গড়ন পাখির— সাদা রঙে ছাওয়া।
কোনবা দেশে, কোনবা বেশে পড়ে রবে কায়া।।
সূয়া যায়, সূয়া যায়, সূয়া যাও যাওরে, যাওরে তেপান্তর।।
কালো রঙের গড়ন পাখির— সাদা রঙে ছাওয়া।
কালো রঙের গড়ন পাখির— সাদা রঙে ছাওয়া।
নিজ দেশে নয় বৈদেশে, রঙ্গিলা নাও বাওয়া।।
সূয়া যায়, সূয়া যায়, সূয়া যাও যাওরে, যাওরে তেপান্তর।।
নিজ দেশে নয় বৈদেশে, রঙ্গিলা নাও বাওয়া।।
সূয়া যায়, সূয়া যায়, সূয়া যাও যাওরে, যাওরে তেপান্তর।।
মাটির ঘরে বসত পাখির মাটিতে ঘর তোলে—
মাটির ঘরে বসত পাখির মাটিতে ঘর তোলে—
ধরতে গেলে সূয়া পাখি শূণ্যে উড়াল মারে।
সূয়া যাও যাওরে, যাওরে তেপান্তর।।
ধরতে গেলে সূয়া পাখি শূণ্যে উড়াল মারে।
সূয়া যাও যাওরে, যাওরে তেপান্তর।।
THANKS TO EVERYONE
0 মন্তব্যসমূহ