- গানঃ ও নদী বন্ধুয়ার খবর এনে দে ।
- ব্যন্ডঃ গানপোকা
ও নদী বন্ধুয়ার খবর এনে দে, দেখিনা তারে কতোদিন,
জানিনা কেমন আছে সে ।(2)
ও নদী বলি তোকে দেখে রাখিস বন্ধুকে,
ও নদী বলি তোকে, দেখে রাখিস বন্ধুকে...
ও নদী বন্ধুয়ার খবর এনে দে
জানিনা কেমন আছে সে ।
মনেরো বাগিচার ফুল
মালিনী নাই তাই ঝরে
গাথা মালা বনফুল
কতো আর রাখিব ধরে
মনেরো বাগিচার ফুল
মালিনী নাই তাই ঝরে
গাথা মালা বনফুল
কতো আর রাখিব ধরে
ও নদী বলি তোকে দেখে রাখিস বন্ধুকে,
ও নদী বলি তোকে বলে দিস বন্ধুকে...
অ নদী বন্ধুয়াকে বলে দে
গাথা মালা লইবে কে
মনেরো মধুর চাকে
কত মধু বাঁকে বাঁকে
শত মৌয়াল লইতে চায়
মনেরো মধুর চাকে
কত মধু বাঁকে বাঁকে
শত মৌয়াল লইতে চায়
ও নদী বলি তোকে, বলে দিস বন্ধুকে
ও নদী বলি তোকে, দেখে রাখিস বন্ধুকে...
অ নদী বন্ধুয়াকে বলে দে
মনের মধু লইবে কে
ও নদী বন্ধুয়ার খবর এনে দে
জানিনা কেমন আছে সে ।
অ নদী বন্ধুয়াকে বলে দে
গাথা মালা লইবে কে।
THANKS TO EVERYONE.
0 মন্তব্যসমূহ