Koto Adore Adore Lyrics Krishna Naam :

Koto Adore Adore Song is Sung by Pousali BanerjeeKrishna Naam Song Lyrics In Bengali Written by Radharaman Dutta.

Song : Koto Adore Adore 
Lyrics and Composition : Radharaman Dutta
Singer : Pousali Banerjee 
Produced by : Sainik Dey
Mix & Master : Sainik Dey
Directed by : Soumya Mukhopadhyay & 
Shakya Roy Choudhury
DP : Apratim Dutta 
Edit, CC & DI : Apratim Dutta
Video by : A Silhouette Story
Label : SVF Devotional

Koto Adore Adore Song Lyrics In Bengali :

কত আদরে আদরে, কত সোহাগে সোহাগে 
শ্যাম সোহাগী রসিক নাগর মিলিল দুইজনে৷

কত ভঙ্গী করি দাঁড়াইয়াছে 
ভঙ্গী করি দাঁড়াইয়াছে একই আসনে,
মিলিল দুইজনে,
কত আদরে আদরে, কত সোহাগে সোহাগে 
শ্যাম সোহাগী রসিক নাগর মিলিল দুইজনে৷৷

শ্যামকুলে রাই রাইকুলে শ্যাম
শ্যাম রাই কুলেতে
শ্যাম রাই কুলেতে,
দুই অঙ্গে অঙ্গ হইলো ..
দুই অঙ্গে অঙ্গ হইলো মধুর মিলনে,
মিলিল দুইজনে,
কত আদরে আদরে, কত সোহাগে সোহাগে 
শ্যাম সোহাগী রসিক নাগর মিলিল দুইজনে৷৷

কি আনন্দ হইলো আজই নিকুঞ্জবনে
নিকুঞ্জবনে, 
মেঘের কোলে সৌদামিনী ..
মেঘের কোলে সৌদামিনী উদয় গগনে,
মিলিল দুইজনে,
কতো আদরে আদরে, কত সোহাগে সোহাগে 
শ্যাম সোহাগী রসিক নাগর মিলিল দুইজনে৷৷

পুষ্পচন্দন ছিটাইয়াছে সব সখীগণে
সব সখীগণে,
রাধারমণ বলে আমায় রাইখো ..
রাধারমণ বলে আমায় রাইখো কমল-চরণে,
মিলিল দুইজনে,
কত আদরে আদরে, কত সোহাগে সোহাগে 
শ্যাম সোহাগী রসিক নাগর মিলিল দুইজনে
শ্যাম সোহাগী রসিক নাগর মিলিল দুইজনে ৷