Eita Tomar Gaan Lyrics by Chandrabindoo Band :

Eita Tomar Gaan Song Is Sung by Upal Sengupta from Juju Chandrabindoo Bangla Band Album. Song Lyrics In Bengali Written by Chandril Bhattacharya.

Song : Eita Tomar Gaan
Band Name : Chandrabindu
Album : Juju
Singer : Upal Sengupta
Lyricist : Chandril Bhattacharya

Eita Tomar Gaan Song Lyrics In Bengali :

এইটা তোমার গান
তুমি লোডশেডিং এ চাঁদের আলোর স্বর,
তুমি জ্বরের শেষে সূর্য ধোয়া ঘর। 
এইটা তোমার গান
তুমি লোডশেডিং এ চাঁদের আলোর স্বর,
তুমি জ্বরের শেষে সূর্য ধোয়া ঘর। 

আয়না ভরা দিন
রূপসায়রের জল,
আলগা ছুটির রোদ
রক্ত ঝলোমল তোমায় দিলাম,
এই খাতার ভাঁজে গাছের পাতার নাম। 

এইটা তোমার গান
তুমি নরম ঠোঁটে স্বেচ্ছা ব্যথার নীল
তুমি অন্য মনে একলা পাখির ঝিল। 

আয়না ভরা দিন
রূপসায়রের জল,
আলগা ছুটির রোদ
রক্ত ঝলোমল তোমায় দিলাম,
এই মায়ার পশম হাত দেবার আরাম। 

এইটা তোমার গান
ওই আঁচল ঘেরা বৃষ্টি ছাঁটের ঘ্রাণ
রেখে মেঘের শিশু গিয়েছে ভাসান। 


এইটা তোমার গান লিরিক্স - চন্দ্রবিন্দু ব্যান্ড