Byabodhan Lyrics by Madhuraa Bhattacharya :

Byabodhan Song Is Sung by Madhuraa Bhattacharya from Chatbox Bengali Short Film. Starring: Saikat Dey And Srimayee Chatterjee. Music Composed by Rupak Tiary And Dure Theko Jeyona Dure Sore Lyrics In Bengali Written by Aviman Paul.

Song : Byabodhan 
Film : Chatbox 
Singer : Madhuraa Bhattacharya
Back Vocal & Composer : Rupak Tiary 
Lyricist : Aviman Paul
Programming , Mix & Master : Rupak Tiary 
Written & Directed By : SD Dey
DOP : Aditya Paul
Edit & CC : Aditya Paul
Asst. Director :  Mukul Kumar Jana
Art Director & Gaffer : Surajit Das
Graphics : Writorshi Bhattacharya
Produced By : Tramline

Byabodhan Song Lyrics In Bengali :

দূরে থেকো, যেওনা দূরে সরে 
এখনও তোমার স্মৃতি, জড়িয়ে আছে,
তুমি আমি, পেরোলে এই ব্যবধান 
ফুরোলে নিঃশ্বাস বিষ, ফিরবো কাছে। 

ছুঁয়ে তোমায় গোধূলি আকাশে 
ফিরবো আবার রুপোলি আবেশে,
যা কিছু স্মৃতি সব সাজিয়ে রেখো 
এ ভাঙা সময়ে আমারই থেকো। 

দূরে থেকো, যেও না দূরে সরে 
এখোনো তোমার স্মৃতি, জড়িয়ে আছে,
তুমি আমি, পেরোলে এই ব্যবধান 
ফুরলে নিঃশ্বাস বিষ, ফিরবো কাছে। 

তোমাকে বোঝানোর পাইনি অবকাশ 
আমি পারিনি সরাতে মেঘলা আকাশ,
মনেতে তোমারি কথার ভিড় 
হয়তো একলা পাখির হারানো সে নীড়। 

ভালো থেকো কান্নার গভীরে 
দেখা হবে আগামীর ওপারে, 
যা কিছু স্মৃতি সব সাজিয়ে রেখো 
এ ভাঙ্গা সময়ে আমারই থেকো। 

দূরে থেকো, যেওনা দূরে সরে 
এখোনো তোমার স্মৃতি, জড়িয়ে আছে,
তুমি আমি, পেরোলে এই ব্যবধান 
ফুরলে নিঃশ্বাস বিষ, ফিরবো কাছে। 


ব্যবধান লিরিক্স - মধুরা ভট্টাচার্য