Akash Meghe Dhaka Lyrics by Meghdol Band :

Akash Meghe Dhaka Song Performed by Meghdol Band from Droher Montre Bhalobasha Bengali Album. Song Lyrics In Bengali Written by Shibu kumer Shill.

Song : Akash Meghe Dhaka 
Band : Meghdol
Album : Droher Montre Bhalobasha
Lyric and Tune : Shibu kumer Shill

Akash Meghe Dhaka Song Lyrics In Bengali :

আকাশ মেঘে ঢাকা
ঢেকে যায় সব রোদ,
ছায়া ছায়া অন্ধকারে
পুড়ে যায় সব বোধ,
আকাশ, আকাশ। 

উড়ে যায় বিষণ্ন পাখি
আমি একা জেগে থাকি,
অন্ধকারের গান
ফুরায় না অভিমান,
আমরা তবু জেগে থাকি ..
উড়ে যায় বিষণ্ন পাখি ..
উড়ে যায় বিষণ্ন পাখি। 

চোখের জলে আগুন জ্বলে
বৃষ্টি তুমি জানো কি ?
চোখের চেতনায় অন্য আলো
স্তব্ধ সময় বোঝো কি ?

আকাশ মেঘে ঢাকা
ঢেকে যায় সব রোদ,
ছায়া ছায়া অন্ধকারে
পুড়ে যায় সব বোধ ..
সব বোধ ....